হাদি হত্যার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। ১৯ তারিখ দুপুর ১২টায় পাঁচবিবি পৌর এলাকার গুরুত্বপূর্ণ পাঁচমাথা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পাঁচবিবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। এ সময় তারা “হাদির খুনের বিচার চাই” “অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই”সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
বক্তারা বলেন, হাদি হত্যার ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা অবিলম্বে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
মানববন্ধন কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
-জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট









