উদ্যোক্তা-ব্যবসায়ীদের সাফল্যকে আরও ব্যাপকতা এবং তাদের আগ্রহী ও উৎসাহিত করার অভিপ্রায়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলা সিএনজি শো- রুম মালিকদের সেরা ব্যবসায়ী সম্মাননা পুরস্কার দিয়েছে রানা অটোমাবাইলস পিএলসি।
শনিবার (১৭জানুয়ারী) রাতে কক্সবাজারের কক্স টুডে হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাগলনাইয়া উপজেলা সিএনজি শো-রুম মালিক সমিতির নেতৃবৃন্দের মাঝে এ সেরা ব্যবসায়ী সম্মাননা প্রদান করা হয়।
সমিতির সভাপতি বদরুদ্দোজা ভূঁইয়া তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রানার অটোমোবাইলস পিএলসির চিফ অপারেটিং অফিসার মোঃ আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আবু আহমেদ ভূঁইয়া, রানার অটোমোবাইলস পিএলসির রিজিওনাল সেলস্ ম্যানেজার আবু মুসা, সেলস্ ম্যানেজার ( এডমিন) টুটুল কুমার ঘোষ, মার্কেটিং অফিসার ইমদাদুল হায়দার, এসিসট্যান্ট সেলস্ ম্যানেজার রেজাউল করিম প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনির আহাম্মদ খোকন, ছাগলনাইয়া বিআরডিবির পরিচালক মাওলানা সাহাব উদ্দিন, ব্যবসায়ী কামাল উদ্দিন বাবুল, সমিতির সাধারণ সম্পাদক মুন্সি আনোয়ার হোসেন, সহ-সভাপতি তাহের আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ফরহাদ, অর্থ সম্পাদক শহীদ উল্লাহ ভূঁইয়া, দপ্তর সম্পাদক মিজানুর রহমান জুয়েল, প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন প্রমুখ।
এর আগে পরিচিতি শেষে ব্যবসায়ী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গত শুক্রবার (১৫ জানুয়ারী) দিবাগত রাতে ছাগলনাইয়া উপজেলা সিএনজি শো-রুম মালিক সমিতির দেড় শতাধিক ব্যবসায়ী আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারের যান। আনন্দ ভ্রমণে সম্মাননা অনুষ্ঠানের পাশাপাশি রাফেল ড্র ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
মোহাম্মদ শেখ কামাল, ফেনী










