গোলাম রব্বানী শিপন, মহাস্থানগড়- বগুড়াঃ
একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে মুক্তিযোদ্ধাদের কল্যাণ, ইতিহাস সংরক্ষণ এবং দেশ উন্নয়নে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া ইউনিট কমান্ড এর স্বাক্ষরিত বগুড়ার শিবগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা বীর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খান, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক বাবলু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সরকার, সদস্য সোলায়মান আলী, পরিমল চন্দ্র সরকার, নওফেল আলম, মোখলেছার রহমান পুটু সহ অনুমোদিত ৭ সদস্য উপজেলা বীর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড নির্বাচিত হয়েছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, শিবগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের ৭ সদস্য বিশিষ্ট ইউনিট কমান্ড কমিটি আগামী ৬ মাসের জন্য গঠন করা হয়েছে।
-saimun










