শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির চলতি মাসের সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির জানুয়ারি মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

সভায় সিভিল সার্জন, শেরপুর; উপপরিচালক, স্থানীয় সরকার, শেরপুর; অতিরিক্ত পুলিশ সুপার, শেরপুর; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুরসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

এছাড়া আন্তঃদপ্তর সমন্বয়ের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে সমন্বিত উদ্যোগের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

মাকসুদুর রহমান (শেরপুর প্রতিনিধি)