আপিল শুনানির শেষ দিন: দ্বৈত নাগরিকত্ব নিয়ে জট খুলবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানির শেষ দিন। আজকের দিনটি প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কমিশন। ইসি সূত্রে জানা গেছে, ঝুলে থাকা আপিল আবেদনগুলোর সিংহভাগই দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত, যা আজ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
দ্বৈত নাগরিকত্ব ও ইসির অবস্থান: নির্বাচন কমিশন ইতোমধ্যে স্পষ্ট করেছে যে, বিদেশি নাগরিকত্ব ত্যাগের কেবল আবেদন করলেই হবে না; সংশ্লিষ্ট বিদেশি সরকার কর্তৃক ইস্যুকৃত চূড়ান্ত ত্যাগের সনদ বা সার্টিফিকেট না থাকলে সেই প্রার্থীর মনোনয়ন বৈধ হবে না। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে বা বিদেশের প্রতি আনুগত্য প্রকাশ করলে তিনি সংসদ সদস্য হওয়ার অযোগ্য বলে গণ্য হন। আজ এই স্পর্শকাতর বিষয়ে কমিশন তাদের চূড়ান্ত ব্যাখ্যা ও সিদ্ধান্ত প্রদান করবে।
অষ্টম দিনের শুনানির চিত্র: গতকাল শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানির অষ্টম দিনে ১১২টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়েছে, যার ফলে আরও ৪৫ জন প্রার্থী ভোটের লড়াইয়ে ফেরার সুযোগ পেলেন। পরিসংখ্যান অনুযায়ী:
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে: ৪৩টি আবেদন মঞ্জুর।
মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে: ২টি আবেদন মঞ্জুর (অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে)।
আপিল নামঞ্জুর: ৩৭টি আবেদন (যার মধ্যে ১৩টি বাতিলের বিরুদ্ধে এবং ২৪টি গ্রহণের বিরুদ্ধে)।
নির্বাচনী পরবর্তী সময়সূচি: সংশোধিত তফসিল অনুযায়ী, আজই আপিল নিষ্পত্তির শেষ দিন। এর পরের ধাপগুলো হলো:
২০ জানুয়ারি: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
২১ জানুয়ারি: প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।
২২ জানুয়ারি: আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু।
১২ ফেব্রুয়ারি: সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বেশ কিছু রাজনৈতিক দল দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিদের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। তারা আজকের দিনটিকে ইসির জন্য ‘রেডলাইন’ হিসেবে আখ্যা দিয়েছে। আজকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর নির্বাচনী ভাগ্য।
লামিয়া আক্তার