মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, শতাধিক বোমা বিস্ফোরণ

মাদারীপুরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ককটেল ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার সকালে মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষ একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। এ সময় এলাকায় একের পর এক বোমা বিস্ফোরণ ঘটে এবং বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালান। অভিযানকালে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর