নান্দাইল প্রেসক্লাব’ র সম্মাননা পদক পেলেন যাঁরা 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাব’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সম্মাননা পদক–২০২৫,  বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকদের মনোনীত করা হয়েছে। পেশাগত দক্ষতা,  নিরপেক্ষ সংবাদ ও সামাজিক কাজ বিবেচনায় বিভিন্ন সাংবাদিককে এ পদকের জন্য মনোনীত করা হয়েছে।
তারমধ্যে মরণোত্তর সম্মাননায় মনোনীত হয়েছেন নান্দাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোশাররফ হোসেন আকন্দ এবং সাবেক সভাপতি মরহুম ফজলুল হক ভূইয়া।
অন্যদের  মধ্যে পদকের জন্য যাঁরা মনোনীত হয়েছেন- সিনিয়র  সাংবাদিক অধ্যাপক আবু তাহের সাগর ও বাবু রমেশ কুমার পার্থ, গফরগাঁও এর  দৈনিক দিনকাল-এর সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান লিটন,  তরুণ সাংবাদিক এনপিবি নিউজ ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার উপজেলা  প্রতিনিধি ফরিদ মিয়া এবং মোঃ এমদাদুল হক ভূইয়া।
আগামী ২৪ জানুয়ারি ২০২৬ শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় মধুটিলা ইকোপার্কের মহুয়া রিসোর্টে  আনুষ্ঠানিক ভাবে  মনোনীত সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র তুলে দেওয়া হইবে । অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
মোঃ সাইদুর রহমান
নান্দাইল, ময়মনসিংহ