দৈনিক আলোকিত স্বদেশে সংবাদ প্রকাশের পর বগুড়ার মহাস্থানে মাদকবিরোধী অভিযানে ১১ জন আটক

0-3048x4064-0-0-{}-0-12#

“প্রশাসনের নীরবতায় বগুড়ার মহাস্থানে সহজে মিলছে সব ধরনের মাদক দ্রব্য” শিরোনামে গত ১৬ জানুয়ারি দৈনিক আলোকিত স্বদেশ পত্রিকায় অনুসন্ধানী সংবাদ প্রকাশের পরপরই তৎপর হয়ে উঠেছে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ। সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থান মাজার এলাকা থেকে শিবগঞ্জ থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেন। এতে মাজার এলাকায় মাদককারবারীর-১১ জনকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, কাহালু বীর পান্নাখানা গ্রামের সাইফুলের পুত্র আবু সাঈদ (৩০), সদরের গোকুল উত্তরপাড়া গ্রামের মৃত আফতাফ হোসেনের পুত্র মোহাম্মদ শাহেদ (৩২), শিবগঞ্জ জামগাড়া গ্রামের সাবিদুল রহমানের পুত্র আইয়ুব আলী(২০), সদরের ধাওয়াকান্দি গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মোঃ আরিফুল (২৫), সৈয়দ দামগাড়া গ্রামের মনসুর রহমানের পুত্র মোহাম্মদ জিহাদ (২০) শিবগঞ্জ থানার পাড় আছলাই গ্রামের মৃত হাতেম আলীর পুত্র শাজাহান (৪৮), জয়পুর হাট জেলার কালাই থানার পুনট গ্রামের আনোয়ার হোসেন এর পুত্র নাহিদ হাসান(২৫), শাহপাড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র শিবলু সাদিক (১৮), মোজাহারের পুত্র মহব্বত ওরফে লিখন(২৩), রায়নগর ইউনিয়নের কাজীপুর গ্রামের খোকন মিয়ার পুত্র আব্দুস সোবাহান (২০), ও গড়মহাস্থান মথুরা গ্রামের আব্দুল জব্বারের পুত্র শিমুল ফকির(৩০)।

এদেরকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে শিবগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছেন। মহাস্থানে ১১জন মাদক কারবারীসহ একই দিনে শিবগঞ্জ ৪৮ জনকে মাদক বিরোধী অভিযানে আটক করেন পুলিশ। উল্লেখ্য, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের মহাস্থানগড় এলাকায় বেপরোয়া হয়ে ওঠে মাদক ব্যবসায়ীরা। এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার তথ্য দেওয়া হলেও সংশ্লিষ্ট থানা পুলিশ নীরব ভূমিকা পালন করায় অবাধে চলতে থাকে মাদকের রমরমা কারবার।

সামাজিক অবক্ষয় বিষয়টি নিয়ে গত ১৬ জানুয়ারি শুক্রবার “দৈনিক আলোকিত স্বদেশে” বিস্তারিত প্রতিবেদনে প্রশাসনের নজরে আনা হয়। এরপর দ্রুত অভিযান পরিচালনা করে শিবগঞ্জ থানা পুলিশ। তবে সচেতন এলাকাবাসী বলছেন, মাদকের যারা গডফাদার তাদের আটক করতে হবে। এই গডফাদারদের একাধিক বাহিনী রয়েছে। তাদের মাধ্যমে এলাকায় প্রকাশ্যে চলে মাদক বিক্রি। প্রকাশ্যে এই কর্মকাণ্ড চললেও স্থানীয় প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় এলাকাজুড়ে বেড়ে যায় মাদক কারবারের বিস্তার।

এবিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুর রহমান বলেন, অভিযানের পর মাদক ব্যবসায়ীরা হয়তো কিছুটা সাময়িক সতর্ক থাকবে, তবে আমাদের টিমের নজরদারি অব্যাহত থাকবে। পরিস্থিতি বুঝে নতুন পরিকল্পনায় বাকি আসামিদেরও আটক করা হবে। জেলা পুলিশ সুপার মহোদয়ের স্পষ্ট নির্দেশ— বগুড়া তথা শিবগঞ্জ মাদকের বিষয়ে জিরো টলারেন্স। সেই নির্দেশনা অনুযায়ী আমরা নিয়মিত অভিযান চালাবো এবং চালিয়ে যাচ্ছি। এলাকাবাসী আশা করছেন, ধারাবাহিক অভিযান চলমান থাকলে মহাস্থানগড় মাজার এলাকার আশপাশে দ্রুত মাদকমুক্ত হবে এবং তরুণ সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।

-গোলাম রব্বানী শিপন

মহাস্থানগড় (বগুড়া)