ঈশ্বরদী প্রতিনিধিঃ
আজ সারাদেশে গণটিকার প্রথম ডোজ শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীরশেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে, করোনা মহামারী রোগ প্রতিরোধ হিসেবে টিকার কার্যক্রম শুরু হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কথা ভেবে এই কার্যক্রম শুরু করে।
ঈশ্বরদী উপজেলার সব ইউনিয়ন পরিষদে লক্ষ্য করে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনী র নিয়ন্ত্রণে সুশৃঙ্খলভাবে টিকা কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আজ সকাল ৯ টায় ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন পরিষদে লক্ষ্য করে দেখা গেছে দীর্ঘ লাইনে কোনরকম বিশৃঙ্খলা ছাড়া,লাইনে দাড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে টিকা নিতে পারছে।
বিশেষ করে ৬০ এর বেশি বয়সের মানুষ যারা আইনশৃঙ্খলা বাহিনী ও ইউনিয়ন পরিষদের চৌকিদার যারা দায়িত্ব পালন করছেন। বয়স্ক বা অসুস্থ মানুষদের লাইনে দাড়ানোর প্রয়োজন হচ্ছে না। মানবিক বিবেচনা তাদের আগে টিকা দেয়া হচ্ছে।
পাকশী ইউনিয়ন পরিষদে টিকা দেয়ার দায়িত্ব পালন করছে যেসব স্বাস্থ্যকর্মী বা নার্স, অত্যান্ত যত্নসহকারে প্রতিটা মানুষকে টিকা দিচ্ছে।
ঈশ্বরদী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ আসমা খাতুন গণটিকার কার্যক্রম পরিদর্শন করেন, এবং বলেন আমরা সুন্দরমত ভাবে ঈশ্বরদী উপজেলা প্রতিটা ইউনিয়ন পরিষদে আজকে গণটিকা সম্পন করবো
পাকশী ফাঁড়ী ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে পুলিশ যথাযথভাবে ভূমিকা পালন করছি। প্রতিটা মানুষ যেন টিকা পায় সেই জন্য আমরা প্রতিটা লাইন সুন্দরমত সিরিয়াল অনুসারে ১০ জন করে,টিকা দেয়া হচ্ছে।