টাংগাইল প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেড় বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে টাংগাইলের প্রায় প্রতিটা বিদ্যালয়ের ছাত্রীরা বাল্য বিবাহের শিকার হয়েছে। শিক্ষা থেকে ঝড়ে পড়েছে কয়েক হাজার ছাত্র ও ছাত্রী।
দারিদ্র্যতা, পারিবারিক ও সামাজিক অসচেতনতার কারনে এসব বাল্য বিবাহ হয়েছে বলে জানিয়েছেন অভিভাবক, শিক্ষক ও জন প্রতিনিধিরা । স্থানীয় শিক্ষা অফিসের তথ্যানুযায়ী- জেলায় ১২৪২ জন বাল্য বিয়ের শিকার হয়েছেন। যাদের মধ্যে অনেকেই আবার বিয়ের পরেও নিয়মিত ক্লাস করছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়- টাংগাইল জেলায় ৭৯৬ টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ রয়েছে।জেলার ১২ টি উপজেলায় করোনা কালে ১২৪২ জন শিক্ষার্থী বাল্য বিয়ের শিকার হয়েছেন। এর মধ্যে টাংগাইল সদর উপজেলায় রয়েছে ৮৮ জন, সখিপুরে ১৪৩ জন, ঘাটাইলে ৪৯ জন, গোপালপুরে ৫৬ জন , ভুয়াপুরে ১৪ জন, কালিহাতিতে ২২৯ জন, দেলদুয়ারে ২২৮ জন, বাসাইলে ৪৪জন, নাগরপুরে ১১৪ জন, মির্জাপুরে ৬ জন, মধুপুরে ১১৮ জন এবং ধনবাড়ীতে ১৫৩ জন।