বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় আসন-২৮০, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) থেকে বিএনপির সাবেক তিনবারের সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা আলহাজ মোস্তফা কামাল পাশার উদ্যোগে আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
১৪ জানুয়ারি (বুধবার) বেলা ১১টায় সন্দ্বীপে মোস্তফা কামাল পাশার নিজ বাড়িতে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইতোপূর্বে সন্দ্বীপ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফি উদ্দিন ফয়সাল।
নব্বইয়ের দশকের তুখোড় ছাত্রনেতা, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুরের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর তালুকদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার, সদস্য সচিব আবুল বশার, উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দসহ সন্দ্বীপের ১৫টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এছাড়াও মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দ আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে ইস্পাত-কঠিন ঐক্য বজায় রেখে জননেতা মোস্তফা কামাল পাশার নেতৃত্বকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
আবু সাঈদ খান, সন্দ্বীপ










