বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম এবং বিচারিক প্রক্রিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে অবহিত করেন। বিচার বিভাগের প্রশাসনিক সংস্কার ও গতিশীলতা আনয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা ও দক্ষতা আরও সুদৃঢ় করতে প্রধান বিচারপতির সফলতা কামনা করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, বিচারপ্রার্থী মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ নিরলসভাবে কাজ করে যাবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গভবন সূত্র জানায়, এটি একটি প্রথাগত সৌজন্য সাক্ষাৎ ছিল যেখানে বিচার বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে রাষ্ট্রপ্রধান সন্তোষ প্রকাশ করেন।
লামিয়া আক্তার