বিদেশের চারটি গুরুত্বপূর্ণ মিশনে প্রেস উইংয়ে কর্মরত চার কর্মকর্তাকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফেরার নির্দেশ দিয়েছে সরকার। গত ৭ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জাপানে দায়িত্বরত এসব কর্মকর্তাদের ১৫ কার্যদিবসের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে।
প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন: সুফি আব্দুল্লাহিল মারুফ: প্রথম সচিব (প্রেস), কুয়ালালামপুর, মালয়েশিয়া। মো. আরিফুর রহমান: প্রথম সচিব (প্রেস), দুবাই, সংযুক্ত আরব আমিরাত। আসাদুজ্জামান খান: দ্বিতীয় সচিব (প্রেস), রিয়াদ, সৌদি আরব । মো. ইমরানুল হাসান: দ্বিতীয় সচিব (প্রেস), টোকিও, জাপান।
উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৫ সালের ১৭ মার্চ জারি করা একটি পূর্ববর্তী প্রজ্ঞাপন বাতিল করে এই নির্দেশ কার্যকর করা হয়েছে। এর আগে নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের ওইসব মিশনেই দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে বর্তমানে সংশ্লিষ্ট মিশনগুলোতে নতুন কর্মকর্তাদের নিয়োগ সম্পন্ন হওয়ায় এবং তাদের অনুকূলে আর্থিক সরকারি আদেশ জারি হওয়ায় পূর্বতন কর্মকর্তাদের অবিলম্বে স্বদেশ প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হলো।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রশাসনিক সংস্কার ও নতুন নিয়োগপ্রাপ্তদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিরে আসা চার কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।
-এম. এইচ. মামুন










