ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে চীনের সহায়তা চাইলো শ্রীলঙ্কা

ঘূর্ণিঝড় ‘দিতওয়া’য় বিধ্বস্ত হওয়া গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্নির্মাণের জন্য চীনের কাছে সহায়তা চেয়েছে শ্রীলঙ্কা। গত নভেম্বর মাসে আঘাত হানা এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে দেশটিতে অন্তত ৬৪১ জনের প্রাণহানি ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সোমবার (১২ জানুয়ারি) শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ কলম্বোতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে এক বৈঠকে এই অনুরোধ জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তানজানিয়া ও লেসোথো সফর শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার শ্রীলঙ্কায় যাত্রাবিরতি করেন।

বৈঠক শেষে এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী হেরাথ বলেন, “আমি বিশেষভাবে অবকাঠামো উন্নয়নে চীনা সরকারের সহায়তা চেয়েছি। এর মধ্যে রয়েছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সড়ক, রেলপথ ও সেতুর পুনর্নির্মাণ।”

তিনি আরও জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে পুনরুদ্ধারে ব্যক্তিগতভাবে পদক্ষেপ নেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতে সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।

তবে এ বিষয়ে কলম্বোতে অবস্থিত চীনা দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘দিতওয়া’য় শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ জনসংখ্যার প্রায় ১০ শতাংশেরও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বব্যাংকের প্রাথমিক হিসাবে, এই ঘূর্ণিঝড়ে শুধু ভৌত অবকাঠামোর ক্ষতির পরিমাণই প্রায় ৪.১ বিলিয়ন মার্কিন ডলার।


মোঃ আশরাফুল আলম | উপ-সম্পাদক