যুবদল নেতা শামীম হত্যা: ডিএসসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আশরাফুজ্জামান কারাগারে

বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি আশরাফুজ্জামান ফরিদকে (৫৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আশরাফুজ্জামান ফরিদ ডিএসসিসির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

আদালতের কার্যক্রম
আজ সোমবার (১২ জানুয়ারি) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার প্রেক্ষাপট
মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় কেন্দ্রীয় বিএনপি। অভিযোগ করা হয়, মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে এবং বিএনপি নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালায়। এই হামলায় যুবদল নেতা শামীম নিহত হন।

এই ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।


মোঃ আশরাফুল আলম | উপ-সম্পাদক