মার্চে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস

ছবি: সংগৃহীত

আগামী মার্চের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ তথ্য জানান। আকি আবে বর্তমানে এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের নেতৃত্বে বাংলাদেশ সফর করছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, সাক্ষাতে আকি আবে তার প্রয়াত স্বামী শিনজো আবের সঙ্গে অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করেন এবং দুজনই পারস্পরিক স্মৃতিচারণ করেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, সাক্ষাতে আকি আবে আসন্ন নির্বাচন শেষে অধ্যাপক ইউনূসের ভবিষ্যৎ পরিকল্পনা ও সময় কাটানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। জবাবে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন-পরবর্তী সময়ে তিনি তিনটি গুরুত্বপূর্ণ খাতে কাজ করতে চান।

তিনি বলেন, দেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়াতে ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল মাধ্যমে তাদের পরিবারের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন—সে ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।

এ ছাড়া তরুণদের দক্ষতা উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নসংক্রান্ত কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথাও জানান অধ্যাপক ইউনূস।

উপ-প্রেস সচিব আরও জানান, জাপান সফরকালে সামুদ্রিক গবেষণা, ওশান রিসার্চসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

আফরিনা সুলতানা/