ইরানে ইন্টারনেট চালু করতে মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১১ জানুয়ারি (রোববার) এক বিবৃতিতে জানিয়েছেন যে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভের মুখে বন্ধ করে দেওয়া ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করতে তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন।

ইরানে চলমান দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট কাটিয়ে উঠতে মাস্কের কোম্পানি ‘স্পেসএক্স’ (SpaceX)-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক ব্যবহার করার বিষয়ে ট্রাম্প আলোচনা করবেন।ট্রাম্প সাংবাদিকদের বলেন, “সে (মাস্ক) এই ধরনের কাজে খুবই দক্ষ, তার একটি অত্যন্ত ভালো কোম্পানি রয়েছে। আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করেই তাকে ফোন করব”।  

ট্রাম্প ও মাস্কের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারে মাস্ক বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছিলেন। পরবর্তী সময়ে তিনি মার্কিন ফেডারেল সরকারের ব্যয় ব্যাপকভাবে কমানোর উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গত বছর ট্রাম্পের গুরুত্বপূর্ণ কর সংস্কার বিলের বিরোধিতা করেন মাস্ক। এর জেরে দুজনের মধ্যে প্রকাশ্য তিক্ততা তৈরি হয়েছিল। তবে চলতি মাসে ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে তাঁদের একসঙ্গে নৈশভোজ করতে দেখা গেছে। এ ঘটনা থেকে ধারণা করা হচ্ছে, তাঁদের সম্পর্ক আবার জোড়া লেগেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫৩৮ হয়েছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বিক্ষোভকারী। গত বৃহস্পতিবার থেকে দেশটিতে ইন্টারনেট বন্ধ রয়েছে।

২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হলেও তা দ্রুত রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ ইতিমধ্যে দেশটির বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন।

-মামুন