পূর্বাচলে বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশু উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকার পূর্বাচলে বাণিজ্য মেলা সংলগ্ন চায়না ক্যাম্প এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত শিশুরা হলো—রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫)।

রবিবার (১১ জানুয়ারি) সকালে পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ মেলা সংলগ্ন এলাকায় টহলকালে শিশুদের ঘোরাফেরা করতে দেখে তাদের উদ্ধার করেন। পরে শিশুদের নিরাপত্তার স্বার্থে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোকতার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোহান মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত রহিমের সন্তান। তবে তাৎক্ষণিকভাবে তাদের স্থায়ী ঠিকানা ও সংশ্লিষ্ট থানার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
উদ্ধারের পর বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয়। পরবর্তীতে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে শিশুদের সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে দেওয়া হয়। বর্তমানে তারা সেখানে প্রয়োজনীয় পরিচর্যা ও নিরাপত্তার মধ্যে রয়েছে।

পুলিশ ও সমাজসেবা সূত্র জানায়, শিশুদের প্রকৃত পরিচয় ও পরিবারের সন্ধান নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে শিশুদের মানসিক সহায়তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

নজরুল ইসলাম বাদল,নারায়ণগঞ্জ