রাজৈরে কিশোরীর রহস্যজনক মৃত্যু: ঘর থেকে মিথিলার মরদেহ উদ্ধার

শনিবার (১০ জানুয়ারি) মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ইতালির মোড় এলাকার হাসানকান্দি গ্রাম থেকে মিথিলা আক্তার (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার একটি বাড়ির ভেতরে কিশোরীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা রাজৈর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজৈর থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর