‘সীমান্তের ওপারে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে’

অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একটি মহল দেশের ভেতর ও সীমান্ত এলাকা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আসন্ন সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এই অপতৎপরতা রুখে দেওয়া হবে এবং ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই মাথাচাড়া দিতে দেওয়া হবে না।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ শহরের ‘জুলাই ৩৬’ চত্বরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির বিষয়ে উপদেষ্টা জানান, নির্বাচনী প্রচারণা ও গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে স্থানীয় প্রশাসন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। জেলা প্রশাসকদের নেতৃত্বে এই কার্যক্রম আজ থেকেই দৃশ্যমান হতে শুরু করবে। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তাকে অর্থবহ করতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।”

শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আদিলুর রহমান খান সুনামগঞ্জের বাফার গুদাম পরিদর্শন করেন এবং সার মজুদ ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে তিনি ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শন করেন এবং এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।

এ সময় উপদেষ্টার সঙ্গে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব ওবায়দুল রহমান, বিসিআইসির চেয়ারম্যান ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেলে তিনি স্থানীয় কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করার এবং সার বিতরণে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেন।

-এম. এইচ. মামুন