রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর গোয়েন্দa পুলিশ (ডিবি)। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জালিয়াতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের পরিচয়
গ্রেপ্তারকৃতরা হলেন- মিঠাপুকুর উপজেলার সারোয়ার ইসলাম (৩০), পীরগাছার আল আমিন মোহাম্মদ আহাদ (৩৪), পীরগঞ্জের মেজবাহ হামিদুল্লাহ প্রধান (২৯) ও রাশেদুল ইসলাম রকি (২৮) এবং পাবনার চাটমোহর উপজেলার জান্নাতুল ফেরদৌস বীথি (২৬)।
উদ্ধারকৃত সরঞ্জাম
অভিযানে ১৫টি বিশেষায়িত ডিজিটাল ডিভাইস, ৫টি স্মার্টফোন, ২টি ফিচার ফোন, ১৩টি সিম কার্ড, ৭টি ব্লুটুথ এয়ারপড, ১৯টি এয়ারপডের অতিরিক্ত ব্যাটারি, ফাঁকা নন-জুডিসিয়াল স্ট্যাম্প, স্বাক্ষরিত ফাঁকা চেক এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের বক্তব্য
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চক্রটিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কাছে উচ্চমূল্যে বিক্রির জন্য তারা এসব ডিজিটাল সরঞ্জাম সংগ্রহ করেছিল।
তিনি আরও বলেন, “গ্রেপ্তারকৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
দুই দিনে গ্রেপ্তার ৭
এর আগে বৃহস্পতিবারও (৮ জানুয়ারি) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চেষ্টার অভিযোগে ডিজিটাল ডিভাইসসহ দুই সদস্যকে আটক করেছিল ডিবি পুলিশ। দুই দিনের অভিযানে মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো, যা রংপুরে নিয়োগ পরীক্ষা ঘিরে একটি বড় জালিয়াতি চক্র সক্রিয় থাকার ইঙ্গিত দিচ্ছে।










