গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণসংহতি আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘গণভোট পদযাত্রা’।
শুক্রবার (৯ জানুয়ারি ) বিকেলে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড থেকে শুরু হয়ে পঠানটুলী পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন গণসংহতি আন্দোলনের স্থানীয় সংগঠক অঞ্জন সাহা।
পদযাত্রাকালে অংশগ্রহণকারীরা “গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদকে হ্যাঁ বলুন”, “গণভোটে হ্যাঁ ভোট দিন”সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
পদযাত্রার একপর্যায়ে মাগরিব নামাজের সময় নামাজের বিরতি নেওয়া হয়। বিরতি শেষে পুনরায় পদযাত্রা শুরু হয় এবং নির্ধারিত রুট অনুসরণ করে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, জুলাই সনদ গণমানুষের অধিকার, গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের প্রতিফলন। এই সনদের পক্ষে গণভোটে জনগণের রায় নিশ্চিত করতে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এ পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
পদযাত্রায় গণসংহতি আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
মাহমুদ কাওসার, নারায়ণগঞ্জ










