‘বাংলাদেশ আমার অহংকার‘ এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, অহপরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি বাদীর এলাকার জামাই। বাদীর বাক-প্রতিবন্ধী কন্যা তার নানীর বাড়ি থেকে প্রতিদিন দুধ নিয়ে আসত। ঘটনার দিন ইং-১৬/১২/২০২৫ তারিখে ভিকটিম তার নানীর বাড়িতে দুধ নিয়ে আসতে গেলে তার নানীর অনুপস্থিতিতে গ্রেফতারকৃত ১ নং আসামি ভিকটিমকে তার নানীর বাড়ির পলিথিন মোড়ানো চৌকিতে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে মামলার ২ নং আসামি মোঃ মমিনুর রহমানের সহায়তায় ১নং আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গত ১৮/১১/২০২৫ ইং তারিখে ভিকটিমের মা বাদী হয়ে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সংশোধনী২০২০) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন;যার মামলা নং-১৮,তারিখ-১৭/১২/২৫ইং।
ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামিরা চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
উক্ত মামলা রুজু হওয়ার পর থেকেই র্যাব ছায়াতদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ইং- ০৮/০১/২০২৬ খ্রিঃ রাত ১২.৩০ ঘটিকায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অপরাধের মূলহোতা অত্র মামলার এজাহারনামীয় ০১ নং আসামি- মোঃ মোস্তাক (৩২), পিতা- মৃত মনির হোসেন মোনা, সাং- নন্দিপুর, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুরকে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন গন্দবপুর তালতলা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। একই তারিখ র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের আভিযানিক দল রাত ০১.৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয়- ০২ নং আসামি- মোঃ মমিনুর রহমান (৪৫), পিতা- মৃত কাশেম, সাং- হরেকৃষ্টপুর, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুরকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন নয়নখাল বৈদ্যপাড়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
দিনাজপুর প্রতিনিধি
সাকিব হাসান নাইম










