ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার মামলায় গ্রেপ্তার আরও ছয় আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ১. সেলিম মিয়া (২২), বেগমগঞ্জ, নোয়াখালী। ২. মো. তাকবির (২২), জামালগঞ্জ, সুনামগঞ্জ। ৩. রুহুল আমিন (৪২), বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। ৪. নূর আলম (৩৩), সদর, ময়মনসিংহ। ৫. শামীম মিয়া (২৮), তারাকান্দা, ময়মনসিংহ। ৬. মাসুম খালাসী (২২), শিবচর, মাদারীপুর।
গ্রেপ্তারকৃতরা সবাই একই কারখানার শ্রমিক। এর আগে পুলিশ তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার কারখানার ভেতর কাজ করার সময় নারী শ্রমিকদের সঙ্গে দীপু চন্দ্র দাসের কথোপকথন চলছিল। একপর্যায়ে আসামি সেলিম মিয়ার সঙ্গে দীপুর তর্ক বাঁধে। অভিযোগ ওঠে, বাকবিতণ্ডার একপর্যায়ে দীপু ধর্মীয় অবমাননাকর মন্তব্য করেন। এই খবরটি দ্রুত কারখানার ভেতরে ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, গ্রেপ্তারকৃত এই ছয়জন শ্রমিকদের উসকানি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যান এবং দীপুকে কারখানা থেকে অব্যাহতি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। পরবর্তীতে দীপুকে নৃশংসভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।
ময়মনসিংহ আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান জানান, “দীপু হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে ১২ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আজ নতুন করে আরও ৬ জনের রিমান্ড মঞ্জুর হলো।”
পুলিশ জানিয়েছে, গত বুধবার মধ্যরাতে ভালুকার হবিরবাড়ি ও কাশর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য বা ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখতে রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
-এম.এইচ.মামুন










