সিদ্ধিরগঞ্জে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ গেল তরুণের, আহত ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাতুল ইসলাম রবি (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ক্যানেলপাড় এলাকার দশ পাইপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাতুল ইসলাম রবি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ফারুক হোসেন। আহতদের মধ্যে নিহতের বন্ধু হাবিব ও বিজয় রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী রোমান জানান, জালকুড়ির দিকে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাতুল ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করা হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নিহত ও তাঁর বন্ধুরা অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন।

ঘটনাস্থলের পাশের দোকানি মিলন বলেন,
“একটি মোটরসাইকেলে শিশু সন্তানসহ এক দম্পতি জালকুড়ির দিক থেকে আসছিলেন। একই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে দুটি মোটরসাইকেল আসছিল। নিয়ন্ত্রণ হারিয়েই সংঘর্ষটি ঘটে বলে মনে হয়েছে।”

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই বজলুর রহমান জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আহতদের পরিচয় যাচাই করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে। অপর মোটরসাইকেলে থাকা দম্পতির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয়রা দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে এমন প্রাণঘাতী দুর্ঘটনা আর না ঘটে।

মাহমুদ কাওসার
নারায়ণগঞ্জ।