বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর বিএনপি, বৃহত্তর স্বার্থে ছাড় নয়: সালাহউদ্দিন আহমদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি’র মনোনয়নবঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বৃহত্তর স্বার্থে অনেক যোগ্য প্রার্থীকে বঞ্চিত করতে হলেও শৃঙ্খলা রক্ষায় দলটি আপস করবে না।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি’র মতো একটি বৃহৎ রাজনৈতিক দলে অনেক যোগ্য প্রার্থী থাকেন। আসন সমঝোতা এবং সংসদে বহু দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বৃহত্তর স্বার্থে আমাদের অনেক ত্যাগী নেতাকেও মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। এতে অনেকের মনে কষ্ট আছে, কেউ কেউ বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আমরা ইতিমধ্যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এবং অনেককে ডেকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি দ্রুতই এসব সমস্যার সমাধান হয়ে যাবে।”

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। তিনি জানান, ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের কবর জিয়ারত করা একটি জাতীয় প্রত্যাশা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি। তারেক রহমান সেই শহীদদের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করতে যাচ্ছেন। এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ না করার জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লব আমাদের জাতীয় সম্পদ। শহীদদের আত্মত্যাগকে আমাদের আরও মহিমান্বিত করতে হবে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে তারেক রহমান যদি শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, তবে তা বিপ্লবের চেতনাকেই আরও ঊর্ধ্বে তুলে ধরবে।”

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা সত্ত্বেও সব দল সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আন্তরিক এবং শেষ পর্যন্ত একটি সফল নির্বাচন অনুষ্ঠিত হবে।

-এম. এইচ. মামুন