মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ বিল্লাল হোসেন (৪২) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার যতারপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে যতারপুর গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে পরিচালিত এই তল্লাশিতে বিল্লালের ঘর থেকে একটি ‘মেড ইন ইউএসএ’ ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অভিযানের পর তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, আটক বিল্লাল হোসেন ওই এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং (জুয়া) ও ক্যাসিনো ব্যবসা এবং চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকায় প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চালিয়ে আসছিলেন বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “সেনাবাহিনী অস্ত্রসহ বিল্লাল হোসেনকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রক্রিয়া শেষ করে তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।”
অস্ত্র ও সন্ত্রাসবিরোধী এই অভিযানের ফলে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে সেনাবাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
-এম. এইচ. মামুন










