শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণে একটি বসতঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে ঘটা এই ভয়াবহ বিস্ফোরণে সোহান নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে বিলাসপুর ইউনিয়নের ওই গ্রামে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, সংশ্লিষ্ট বসতঘরটির দেয়াল ও টিনের চালা উড়ে গিয়ে ঘরটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চারদিকে ধোঁয়া এবং ঘরের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। ঘর থেকে কিছুটা দূরে সোহান নামের ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
বিস্ফোরণের খবর পেয়ে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এলাকায় গত কয়েকদিন ধরেই রাজনৈতিক বা সামাজিক কোন্দল নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটি পুলিশের বিশেষ নজরদারিতেও ছিল। এর মধ্যেই আজ ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।”
তিনি আরও জানান, “ঘটনাস্থল থেকে বোমা তৈরির বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘরটির ভেতরে বোমা তৈরির কাজ চলছিল। বিষয়টি নিয়ে আমরা গভীর তদন্ত শুরু করেছি। এর পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বোমা তৈরি করা হচ্ছিল, তা খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
–লামিয়া আক্তার










