ধামরাই (ঢাকা) থেকে:
লকডাউন কারণে দীর্ঘদিন কর্মহীন ঢাকার ধামরাই পৌরসভার ৪ শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দ থেকে জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর ) সকাল ১০ ঘটিকায় ধামরাই পৌরসভার ঢুলিভিটা বাসষ্ট্যান্ডে ধামরাই গুলিস্তান ডি লিংক গাড়ীর বিগত লক ডাউনে ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক অসহায় পরিবহন শ্রমিকদের মাঝে চাউল বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দ থেকে প্রতিটা পরিবহন শ্রমিককে মাথাপিছু ১০কেজি করে চাউল বিতরণ করে ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন ডি লিংক পরিবহনের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম (রতন), ধামরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদুল্লাহ, ধামরাই পৌরসভার ০৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র ( ১) মো. মোকসেদ আলী, ধামরাই পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও পরিবহন নেতা মো. আব্দুল হাকিম (মঞ্জু) , পরিবহন নেতা মো. ওয়ারেছ আলী ও ধামরাই পৌরসভার কর্মকর্তা বৃন্দ।