অবৈধ মাটি বিক্রির দায়ে শ্রীপুরে এক ব্যবসায়ীর ৪ লাখ টাকা জরিমানা

সরকারি জমির মাটি কেটে অবৈধভাবে বিক্রির দায়ে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার মোঃ সোলায়মান নামে এক মাটি ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এ জরিমানা আদায় করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত মোঃ সোলায়মান (৪০) কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. সিরাজুল হকের ছেলে। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যবসায়ী মো. সোলেমান পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে মাটি কাটার সরঞ্জাম হিসেবে একটি এক্সকাভেটর (ভেকু) এবং একটি ড্রাম ট্রাক জব্দ করে প্রশাসন। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় ব্যবস্থা নেওয়া হয়। এর আওতায় তাকে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,'” একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি জমির মাটি লুট করছিল। কৌশলে তাদের ভেকু ও ট্রাক আটক করা হয়। পরে একটি মামলায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মাহমুদুল হাসান, শ্রীপুর (গাজীপুর)