কেরু ডিস্টিলারি থেকে ৩০০ কার্টন ফরেন লিকার উধাও, তদন্ত কমিটি গঠন

দেশের অন্যতম বড় ও ভারী শিল্প প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ডিস্টিলারি বিভাগ থেকে প্রায় ৩০০ কার্টন ফরেন লিকার (বিলাতি মদ) উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ২০২৬ সালের ৬ জানুয়ারি প্রকাশিত সংবাদ অনুযায়ী, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ডিস্টিলারির গোডাউন থেকে প্রায় ৩০০ কার্টন ফরেন লিকার উধাও হয়েছে, যার বাজারমূল্য প্রায় অর্ধ কোটি টাকা।

ডিস্টিলারির কর্তৃপক্ষ বিষয়টি যাচাইয়ের জন্য ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে তদন্ত শুরু করবে বলে জানানো হয়েছে।

ফরেন লিকার বিভাগের সুপারভাইজার আবুল কালাম জানিয়েছেন, প্রতিদিন উৎপাদিত ফরেন লিকারের হিসাব নথিভুক্ত করা হয়। তবে একই সংখ্যা দু’বার বসানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

ফরেন লিকার উৎপাদন বিভাগের প্রধান ও গোডাউন ইনচার্জ নুরুল ইসলাম জানিয়েছেন, দিন শেষে হিসাব অনুযায়ী মালামাল সঠিক আছে এবং কোনো গরমিল নেই।

জি এম (ডিস্টিলারি) রাজিবুল হাসান বলেন, ৩০০ কার্টন ফরেন লিকার উধাও হওয়ার ঘটনা সঠিক নয়, কারণ গোডাউন পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় রয়েছে।

দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান (এফসিএমএ) জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য হিসাব বিভাগের প্রধান গোলাম জাকারিয়াকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

-মামুন/