ছিনতাইয়ের অভিযোগে রংপুরে নারীকে খুঁটিতে বেঁধে গণপিটুনি

রংপুর মহানগরীর মেডিকেল মোড় এলাকায় ছিনতাইয়ের অভিযোগে এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে মেডিকেল মোড় এলাকার ফল দোকান চত্বরে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ওই নারী এক রোগীর কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করছিলেন। এসময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে। এক ওষুধ ব্যবসায়ী জানান, আটকের পর ওই নারীকে জনসম্মুখে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রশি দিয়ে বাঁধা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীকে ঘিরে মানুষের জটলা। এর মধ্যে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি লাঠি দিয়ে ওই নারীকে সজোরে আঘাত করছেন। সেখানে উপস্থিত কিছু মানুষ ‘মারিয়েন না’ বলে অনুরোধ করলেও ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাদের ধমক দেন। এরপর লাল জ্যাকেট পরা আরেক ব্যক্তি ওই নারীর হাতে ও শরীরে আঘাত করতে থাকেন। সেখানে পুরুষদের পাশাপাশি কয়েকজন নারীকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
নির্যাতনের শিকার ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্জান জানান, “ঘটনাটি আমাদের নজরে এসেছে এবং আমরা বিষয়টি তদন্ত করছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।” আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে প্রকাশ্যে নির্যাতনের বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানা গেছে।
মানবাধিকারকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, অভিযোগ যাই হোক না কেন, একজন নারীকে খুঁটির সঙ্গে বেঁধে এভাবে নির্যাতন করা আইনের লঙ্ঘন এবং চরম অমানবিকতা।
-রংপুর প্রতিনিধি