জয়পুরহাটের কালাইয়ে স্বর্ণ ও টাকা লুটের ঘটনায় ৫ ডাকাত আটক

জয়পুরহাটের কালাই উপজেলায় এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চালিয়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭ লাখ টাকা লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কালাই উপজেলার নান্দাইলদিঘী পূর্বপাড়া গ্রামের আব্দুল মোত্তালেব (৬০), মোহাম্মদ আলী (৪০), দেওগ্রামের সবুজ মিয়া (২৮), আঞ্জুমান (২৮) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলঘরিয়া গ্রামের বিপুল (২৮)।রোববার (৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে কালাই থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদা এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, “গত ১৭ ডিসেম্বর রাতে এই ডাকাত চক্রটি নান্দাইল পূর্বপাড়া গ্রামের শাহানারা বেগম নামে এক স্বামী পরিত্যক্তা নারীর বাড়িতে হানা দেয়। ডাকাতরা বারান্দার গ্রিলের তালা কেটে ঘরে ঢুকে শাহানারার গলায় চাকু ধরে মারধর করে। এরপর আলমারি ভেঙে ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭ লাখ টাকা এবং শাহানারার কানের রিং লুট করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।”

এই ঘটনায় শাহানারা বেগম বাদী হয়ে গত ২৫ ডিসেম্বর কালাই থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করতে কাজ শুরু করে। গত শনিবার রাতে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে চক্রের এই ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তালা কাটার যন্ত্র, ধারালো ছোরা, হাতুড়ি ও প্লাস উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, “গ্রেফতারকৃতদের প্রত্যেকের নামে পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ৮ থেকে ৯টি করে মামলা চলমান রয়েছে। তারা একটি পেশাদার ডাকাত চক্রের সদস্য। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”

-জয়নাল আবেদীন জয়

জয়পুরহাট জেলা প্রতিনিধি