ধর্মীয় শিক্ষা আরও সহজলভ্য ও অবারিত করতে যেকোনো বয়সে দাখিল পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সেমিনার কক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মাদ্রাসা শিক্ষায় প্রাইভেট পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
ফেসবুক পোস্টে ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ লেখেন, ইসলামী শিক্ষা লাভের সুযোগ সবার জন্য উন্মুক্ত করা প্রয়োজন। সে লক্ষ্যেই মাদ্রাসায় প্রাইভেট শিক্ষার্থীদের জন্য দাখিল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। ফলে যেকোনো বয়সের শিক্ষার্থী প্রাইভেট হিসেবে দাখিল পরীক্ষায় অংশ নিতে পারবেন।
তিনি আরও বলেন, নানা অনিবার্য কারণে যারা নিয়মিত শিক্ষার্থী হতে পারেননি কিংবা শৈশবে পড়াশোনা ও দ্বীনি শিক্ষার আগ্রহ থাকা সত্ত্বেও বিভিন্ন জটিলতার কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তারা এখন আলিয়া মাদ্রাসা শিক্ষা ধারায় প্রাইভেটভাবে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
এ সিদ্ধান্তের মাধ্যমে হাফেজ, কওমি মাদ্রাসার শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষা ধারায় অধ্যয়নরত ব্যক্তিরাও যেকোনো বয়সে মাদ্রাসা শিক্ষা তথা ইসলামী থিওলজির জ্ঞান অর্জনের সুযোগ পাবেন বলে জানান তিনি।
-মালিহা










