রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটি আবাসিক এলাকা থেকে রাইবাকভ মাকসিম (২৮) নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গ্রিন সিটির ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাকসিম রূপপুর প্রকল্পে কর্মরত রুশ প্রতিষ্ঠান ‘অ্যাটমটেক এনার্গো’ কোম্পানির কর্মী ছিলেন।

পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, মাকসিমের রুমমেট ফ্রোলিওভ (যিনি নিজেও একজন রুশ নাগরিক) কক্সবাজারে ছুটি কাটিয়ে রোববার সকালে নিজ কক্ষে ফিরে আসেন। রুমে ঢুকে তিনি মাকসিমকে মেঝের ওপর নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি প্রকল্প কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ, কোম্পানির সিকিউরিটি টিম ও প্রকল্পের রুশ চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছান। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

প্রাথমিক তদন্ত ও চিকিৎসকদের মতামতের ভিত্তিতে পুলিশের ধারণা, মাকসিম স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া চলমান। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-এম এইচ মামুন