ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) গাজীপুরের সংশ্লিষ্ট আদালত এই আদেশ দেন।
মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সুরভীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, সুরভী নিজেকে জুলাই গণঅভ্যুত্থানের ‘সমন্বয়ক’ ও ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দিয়ে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ গড়ে তুলতেন। পরবর্তীতে মামলার ভয় দেখিয়ে বা ব্যক্তিগত তথ্য ফাঁসের হুমকি দিয়ে বিপুল অংকের অর্থ হাতিয়ে নিতেন। অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে তিনি প্রায় ৫০ কোটি টাকার চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিং কার্যক্রম পরিচালনা করেছেন।
সুরভীকে গ্রেপ্তারের পর থেকেই নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীও তার বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, আন্দোলনের সেন্টিমেন্ট ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করা বিপ্লবের চেতনার পরিপন্থী। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনাপ্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তবে রিমান্ড শুনানিতে সুরভীর বয়স নিয়ে আইনজীবীরা প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, জন্ম সনদ অনুযায়ী সুরভী এখনও অপ্রাপ্তবয়স্ক, যদিও মামলার নথিতে তাকে ২১ বছর বয়সী হিসেবে দেখানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটিত হবে।
উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে সুরভীকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে মামলাটি করেছিলেন।
-এম. এইচ. মামুন










