বোচাগঞ্জে মিনি শিশু পার্ক শুভ উদ্বোধন

আজ ০৪ জানুয়ারি রবিবার বিকালে বোচাগঞ্জ উপজেলা চত্বর যেন হয়ে ওঠে এক আনন্দঘন মিলনমেলা। শিশুদের নিষ্পাপ হাসি, উচ্ছ্বাস আর কোলাহলে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। সেই আবেগময় পরিবেশে শিশুদের জন্য নির্মিত মিনি শিশু পার্কের শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম মহোদয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান, উপজেলা ভূমি কমিশনার (এসিল্যান্ড) জনাব সাজিদ তানভী শোভন,বোচাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় স্থানীয় ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দও উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন।
শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি জেলা প্রশাসক মহোদয়। তিনি পার্কে উপস্থিত শিশুদের সঙ্গে স্নেহপূর্ণ ও হৃদয়স্পর্শী ভাব বিনিময় করেন। শিশুদের হাসিতে মিশে গিয়ে তাদের খোঁজখবর নেন, কথা বলেন স্বপ্ন আর ভবিষ্যৎ নিয়ে। মুহূর্তগুলো যেন প্রশাসনের সঙ্গে মানবিকতার এক অপূর্ব মিলন।
এ সময় জেলা প্রশাসক মহোদয় বলেন—
শিশুদের আনন্দই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। নিরাপদ ও সুন্দর পরিবেশ পেলে তারাই আগামীর আলোকিত বাংলাদেশ গড়ে তুলবে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী এই শিশুবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের মতে, মিনি শিশু পার্কটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মিনি শিশু পার্কটি শুধু বিনোদনের জায়গা নয়—এটি বোচাগঞ্জের শিশুদের জন্য ভালোবাসা, নিরাপত্তা ও স্বপ্নের এক প্রতীক হয়ে থাকবে।

দিনাজপুর জেলা প্রতিনিধী
সাকিব হাসান নাইম