মনোনয়ন বাছাইয়ের শেষ দিন আজ, কাল থেকে ইসিতে আপিল শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ছয় দিনব্যাপী কার্যক্রম আজ রোববার (৪ জানুয়ারি) শেষ হচ্ছে। আজ বিকেলের মধ্যেই ৩০০ সংসদীয় আসনে বৈধ ও বাতিল হওয়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
ইসি ও রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত রাজধানী ঢাকার ২০টি সংসদীয় আসনে দাখিলকৃত ২৩৮টি মনোনয়নপত্রের মধ্যে ১৬১টি বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ত্রুটির কারণে বাতিল হয়েছে ৮১ জন প্রার্থীর মনোনয়নপত্র।
অন্যদিকে, কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ১০৭ জন প্রার্থীর মধ্যে ৩১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ৭৬ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৪টি আসনের বাছাইয়ে ১৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, বাতিল হওয়া প্রার্থীদের সিংহভাগই স্বতন্ত্র প্রার্থী। তাদের মনোনয়ন বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে: ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল, ঋণখেলাপি বা বিল খেলাপি হওয়া, হলফনামায় তথ্যের অসংগতি বা স্বাক্ষর না থাকা, দ্বৈত নাগরিকত্ব ও মামলা সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য না দেওয়া।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দিতে পারবেন। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত কমিশন এসব আপিল আবেদনের ওপর শুনানি গ্রহণ করে চূড়ান্ত নিষ্পত্তি করবে। আপিলেও যারা বিফল হবেন, তাদের জন্য উচ্চ আদালতে যাওয়ার সুযোগ থাকবে।
গুরুত্বপূর্ণ পরবর্তী তারিখসমূহ:
আপিল আবেদন: ৫ – ৯ জানুয়ারি ২০২৬।
আপিল নিষ্পত্তি: ১০ – ১৮ জানুয়ারি ২০২৬।
মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৬।
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি ২০২৬।
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি ২০২৬।
নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, এবারের নির্বাচনে এখন পর্যন্ত ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর সারা দেশে মোট বৈধ প্রার্থীর সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

 

-এম. এইচ. মামুন