২০২৬ সালের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) থেকে এই বিষয়ে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। পোস্টাল ব্যালটে ভোট দিয়ে কেউ সেই ছবি বা ভিডিও প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সংস্থাটি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রবাসী, কয়েদি ও সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ডাকযোগে ভোট দেওয়ার এই ব্যবস্থায় নিবন্ধকারীরা ভোটকেন্দ্রে গিয়ে যে সব ভোটাররা ভোট দেবেন তাদের চেয়ে কয়েক সপ্তাহ আগেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাই ভোটের গোপনীয়তা রক্ষায় এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
এনআইডি ব্লক করা হলে, বিভিন্ন ধরনের সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হন নাগরিকরা। ইতোমধ্যে বিভিন্ন দেশে থেকে প্রবাসী ও দেশে বসবাসরতদের মধ্যে প্রায় ১৩ লাখ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
মামুন/










