ভেনেজুয়েলার দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার মধ্যে নাটকীয় মোড় নিয়েছে দেশটির শাসনব্যবস্থা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন দেশটির প্রভাবশালী বিরোধী নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে দেওয়া এক চিঠিতে তিনি অবিলম্বে সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন।
জনগণের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার আহ্বান
দেশবাসীর উদ্দেশে লেখা চিঠিতে মাচাদো বলেন, “ভেনেজুয়েলায় এখনই জনগণের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে।” তিনি ২০২৪ সালের নির্বাচনে মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াকে দেশের পরবর্তী বৈধ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আহ্বান জানান। মাচাদোর দাবি, গত নির্বাচনে কারচুপির মাধ্যমে মাদুরো ক্ষমতায় থাকলেও প্রকৃত জনরায় ছিল গঞ্জালেজের পক্ষে।
মাদুরোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ
নিকোলাস মাদুরোর আটক প্রসঙ্গে মাচাদো উল্লেখ করেন যে, তিনি আন্তর্জাতিক বিচারব্যবস্থার মুখোমুখি হয়েছেন। ভেনেজুয়েলার জনগণ এবং বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত বিভিন্ন গুরুতর অপরাধের জন্য মাদুরোকে জবাবদিহি করতে হবে। মাচাদো আরও জানান, আলোচনার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানে মাদুরো বারবার অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র আইন প্রয়োগ করতে বাধ্য হয়েছে।
নতুন ভেনেজুয়েলা গড়ার অঙ্গীকার
ভেনেজুয়েলায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির প্রতিশ্রুতি দিয়ে মাচাদো বলেন, “একটি নতুন ভেনেজুয়েলা গড়ে তোলা হবে যেখানে জনগণের শাসন ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার হবে।” এছাড়া তিনি দেশ ছেড়ে চলে যাওয়া লাখো প্রবাসীকে নিজ মাতৃভূমিতে ফিরে আসার আহ্বান জানান।
সশস্ত্র বাহিনীর প্রতি বার্তা
২০২৪ সালের নির্বাচনের পর নিরাপত্তা শঙ্কার কারণে এডমুন্ডো গঞ্জালেজ স্পেনে আশ্রয় নিয়েছিলেন। তাকে অবিলম্বে দেশে ফিরে সাংবিধানিক দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়ে মাচাদো দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর উচিত গঞ্জালেজকে তাদের প্রধান সেনাপতি হিসেবে স্বীকৃতি দেওয়া এবং দেশে গণতন্ত্র ফেরাতে সহযোগিতা করা।
সজাগ থাকার আহ্বান
গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার জনগণকে সজাগ, সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এই নেত্রী। এদিকে, মাচাদোর এই চিঠি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে শেয়ার করেছেন এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া। তিনি মন্তব্য করেছেন যে, ভেনেজুয়েলার জনগণ এক চূড়ান্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং তারা তাদের মাতৃভূমিকে নতুন করে গড়ে তুলতে সম্পূর্ণ প্রস্তুত।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছিলেন মাদুরো। বিতর্ক সত্ত্বেও চলতি বছরের শুরুতে তিনি পুনরায় প্রেসিডেন্টের দায়িত্ব নিলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভিযানে তাকে আটক করা হয়, যা ভেনেজুয়েলার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।










