হোসেনপুরে নয়া কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিনের যোগদান

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসিন নতুন কৃষি অফিসার হিসেবে যোগদান করেছেন। ‌ মঙ্গলবার বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে উপজেলা কৃষি অফিসারের চেয়ার অলংকৃত করেন তিনি ।

নয়া কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন এক প্রতিক্রিয়ায় বলেন বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম উৎস হলো কৃষক এবং কৃষি। আর সে কারণেই বলা হয় কৃষক বাঁচলে‌ দেশ বাঁচবে।‌ সুতরাং আমি আমার কার্যকালে নিঃস্বার্থভাবে চেষ্টা করবো হোসেনপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এ জনপদের কৃষকের ভাগ্যন্নোয়নে পরিচালিত করার।

তাছাড়া আমি যেহেতু এ উপজেলায় নতুন কৃষি অফিসার হিসাবে দায়িত্ব পালনের দায় নিয়েছি নতুন হিসাবে সকলের সহযোগিতার চাই। ক্ষুদ্র‌ ও প্রান্তিক কৃষকদের সমস্যা এবং সম্ভাবনার বিষয়ে আমার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আন্তরিকভাবে চেষ্টা করবো হোসেনপুরের কৃষকদের ভাগ্যন্নোয়নে কাজ করার।

মোঃ শামছুল হক
হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি