দাগনভূইয়ায় থানা দালাল মুক্ত ঘোষণা

দাগনভূইয়া থানা দালাল মুক্ত ঘোষণা করেন ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান। তিনি থানায় এবং থানার বাহিরে ‘ দালাল মুক্ত দাগনভূঞা থানা’ লিখে দিয়েছেন।
একান্ত স্বাক্ষাতকারে (ওসি) জানান,”দালাল থানায় গেলে সেবা প্রার্থীরা নানা রকম প্রতারনার শিকার হয়। পুলিশের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটে। দালালদের খপ্পরে পড়ে অনেক ভুক্তভোগী প্রতারিত হয়েছে অভিযোগ পাওয়ার পর এমন ব্যবস্হা নিয়েছি। আগামীতে যে কেউ সেবা নিতে সরাসরি থানায় আসবেন দালাল ছাড়া। কারন দালালদের কারনে গোপনীয় তথ্য বাহিরে যায়। বদনাম হয় পুলিশের। অথচ দিনরাত পরিশ্রম করে মানুষ কে শান্তিতে ঘুমাতে সহায়তা করে পুলিশ আর দালালের কারনে পরিশ্রম বৃথা যায় এবং নানা অপপ্রচারের শিকার হচ্ছে। কাজেই দালাল ছাড়া আসবেন আইন অনুযায়ী সেবা পাবেন বলে তিনি আরো জানিয়েছেন।”

বি. চৌধুরী (তুহিন) ফেনীর