পঞ্চগড়ে ধরা পড়ল বিরল প্রজাতির সজারু

আব্দুল্লাহ্ আল মামুন (জেলা প্রতিনিধি) পঞ্চগড়:

পঞ্চগড় সদরের চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া এলাকায় বুধবার সজারুটিকে আটক করে স্থানীয়রা। পরে প্রাণীটিকে বন বিভাগের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

পঞ্চগড়ে এবার ধরা পড়েছে বিরল প্রজাতির সজারু। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া এলাকায় স্থানীয়রা সজারুটি ধরে বন বিভাগের কর্মীদের হাতে তুলে দেয়।
স্থানীয়রা জানায়, সকালে ওই এলাকার একটি জমিতে সজারুটি দেখতে পেয়ে তা ধরতে তাড়া করলে সেটি পাশের পুকুরে নেমে যায়। সেখান থেকে বাঁশের খাঁচায় আটক করা হয়।
সজারুটির দৈর্ঘ্য প্রায় দেড় ফুট এবং ওজন আনুমানিক আট কেজি। দুপুরে সজারুটি বন বিভাগের কর্মীদের হাতে তুলে দেওয়া হলে প্রাণিটিকে তেঁতুলিয়া ইকোপার্কে নিয়ে রাখা হয়।
সামজিক বনবিভাগ পঞ্চগড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সজারুটিকে উদ্ধার করি। প্রাণিটি এই এলাকার বন-জঙ্গলে আগে দেখা মিললেও এখন বিলুপ্তপ্রায়।
সজারুটিকে তেঁতুলিয়া ইকো পার্কে রাখা হবে। সেখানে আরেকটি সজারু রয়েছে।

মামুন/