আজ বুধবার(৩১ ডিসেম্বর, ২০২৫) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ ঢাকার ফার্মগেট এলাকায় জনস্রোতের কারণে যানজটে আটকে পড়েন।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাজার ভেন্যু মানিক মিয়া অ্যাভিনিউতে যাওয়ার পথে ফার্মগেট এলাকায় তিনি আটকা পড়েন। দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের দিকে তিনি উড়ালসেতুতে যানজটে আটকে পড়েন।
লাখো মানুষের ভিড়ে পুরো এলাকা স্থবির হয়ে পড়ায় তার গাড়িটি দীর্ঘক্ষণ ফ্লাইওভার ও সংলগ্ন রাস্তায় আটকে থাকে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার গাড়িটি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছিলেন। তিনি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর প্রতিনিধিদের সাথে বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন।
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আইয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী এবং ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরাও ঢাকায় এসেছেন।
উল্লেখ্য জানাজা আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে স্মরণকালের অন্যতম বৃহত্তম জনসমাগম দেখা গেছে।
-হৃদয় হাওলাদার









