সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নির্ধারিত স্থানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। জানাজার সময় তার মরদেহবাহী কফিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে রাখা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
মঙ্গলবার রাত পৌনে ১২টায় প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজার আয়তন ও বিপুল জনসমাগমের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে এই জানাজা অনুষ্ঠিত হবে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। আজ বুধবার বাদ জোহর দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে নিরাপত্তা বাহিনীসহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের সড়কগুলোতে যাতে সাধারণ মানুষ অবস্থান নিয়ে জানাজায় শরিক হতে পারেন, সেই লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। দাফন প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য জিয়া উদ্যান এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ব্যক্তি ছাড়া দাফনস্থলে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফন কাজ শেষ না হওয়া পর্যন্ত পুরো জিয়া উদ্যান এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হবে।
মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই আপসহীন নেত্রী। তার মৃত্যুতে আজ দেশজুড়ে সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানী এখন জনসমুদ্রে পরিণত হয়েছে।
-এম. এইচ. মামুন










