বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে শাহরিন ইসলাম চৌধুরীকে নীলফামারী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে শাহরিন ইসলামের পক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নীলফামারী-২ আসনে মনোনয়নপত্র জমা দেন।
আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। দলীয় প্রার্থী হিসেবে তিনি ধানের শীষের পক্ষে প্রচার–প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে নির্বাচন থেকে সরে না গিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই শাহরিন ইসলাম চৌধুরী নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপির সম্ভাব্য দলীয় প্রার্থী হিসেবে জনসংযোগ ও প্রচার–প্রচারণায় ছিলেন। শাহরিন ইসলামের বাড়ি জেলার ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে। তাঁর বাবা অধ্যাপক মো. রফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন ছিলেন, মা সেলিমা ইসলাম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় বোন।
সানা










