জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা পাঁচমাথা চত্ত্বরে( ২৮ ডিসেম্বর) বাদ মাগরিব পাঁচবিবি উপজেলার শিক্ষার্থীবৃন্দের আয়োজনে জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে ডকুমেন্টারি প্রদর্শন করেন।
ডকুমেন্টারি প্রদর্শনীতে পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা সকলেই ওসমান হাদীর খুনিদের দ্রুত আটক করে বিচারের দাবি করেন।
উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মোঃ আর আই রকি,আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাঁচবিবি পৌর শাখা, মোঃ হাসানুর রহমান রাব্বি,সদস্য সচিব পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবক দল, মোঃ ওবায়দুল হক তরু, পাঁচবিবি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্রনেতা, মোঃ নাজমুল আকাশ,সদ্স্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মোঃ জাশেদ হোসেন পাঁচবিবি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র নেতা, মোঃ মাসুম হোসেন পাঁচবিবি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র নেতা, মোঃ রাফিউল ইসলাম, সভাপতি ছাত্রশিবির মহিপুর হাজী মহসিন সরকারিকলেজ শাখা পাঁচবিবি জয়পুরহাট সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় ওসমান হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
-জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট










