বৈরী আবহাওয়া ও রাতের আঁধারকে কাজে লাগিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গরু চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে পড়েছেন এলাকার খামারি ও কৃষকরা।
নিরাপত্তাহীনতায় অনেক কৃষক রাতভর জেগে গোয়ালঘর পাহারা দিতে বাধ্য হচ্ছেন। সর্বশেষ শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের পিপলা কান্দি গ্রামের কৃষক রাজন মিয়ার গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
গভীর রাতে ভারী কুয়াশা ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে চোরেরা গোয়ালঘর সম্পূর্ণ খালি করে ফেলে। এর আগে মঙ্গলবার রাতে সিধলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের কৃষক উজ্জ্বল মিয়ার গোয়ালঘরের তালা কেটে দুইটি গরু চুরি হয়। এছাড়াও শুক্রবার দিবাগত রাতে সিধলা ইউনিয়ন কোনা মেছেড়া গ্রামের দুই বাড়িতে গরু চুরির করে গোয়াল ঘর থেকে বের করা হলে সজাগ হওয়ায় চোরেরা ব্যর্থ হয়ে গরু রেখে পালিয়ে যায়।
স্থানীয় কৃষকরা জানান, গরুই তাদের জীবিকার প্রধান অবলম্বন। এক রাতে সব হারিয়ে ফেলার ভয় তাদের শান্তিতে ঘুমাতে দিচ্ছে না। অনেকেই রাত জেগে পাহারা দিচ্ছেন, কেউ কেউ আবার গোয়ালঘর আরও নিরাপদ করতে বাড়তি ব্যবস্থা নিচ্ছেন।
এ বিষয়ে হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস বলেন,
“আবহাওয়া পরিস্থিতি আপনারাও দেখছেন। বৈরী আবহাওয়া ও কুয়াশার সুযোগ নিয়ে চোরচক্র সক্রিয় হচ্ছে।
এলাকাবাসী দ্রুত গরু চোর চক্র শনাক্ত করে দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি রাতকালীন পুলিশি টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
মোঃশামছুল হক,
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি










