আসন সমঝোতা নিয়ে টানা দুদিনের দৌড়ঝাঁপের পর যুগপৎ আন্দোলনের শরিক আটটি রাজনৈতিক দল একটি সমঝোতায় পৌঁছেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ রোববার (২৮ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে।
যুগপৎ আন্দোলনের শরিক আট দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এই যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে আসন সমঝোতাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, যুগপৎ আন্দোলনের আট শরিক দলের সঙ্গে আরও তিনটি রাজনৈতিক দল যুক্ত হচ্ছে। নতুন করে যুক্ত হতে যাওয়া দলগুলো হলো—লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।
জামায়াতের এক শীর্ষ নেতা জানান, এলডিপি ও এবি পার্টি যুক্ত হওয়ায় আসন সমঝোতায় এনসিপির জন্য প্রাথমিকভাবে নির্ধারিত ৩০টি আসন কমে গিয়ে ২০ থেকে ২৫টির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। বাকি দুটি দল—এলডিপি ও এবি পার্টি—পেতে পারে প্রায় পাঁচটি আসন। তবে এসব বিষয়ে চূড়ান্ত ও বিস্তারিত তথ্য বিকেলের সংবাদ সম্মেলনেই জানানো হবে।
এই সমঝোতার মাধ্যমে জামায়াত নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের রাজনৈতিক জোট আরও সম্প্রসারিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমইউএম/










