নিউজিল্যান্ড সিরিজে হেড কোচের দায়িত্বে ডমিঙ্গো থাকছেন কী?

স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ে সফর পর্যন্ত বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অ্যাশওয়েল প্রিন্স। তার কাজে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে রেখে দিয়েছে বিসিবি।

এদিকে চলতি মাসের ২০ তারিখে হেড কোজ ডমিঙ্গোর চুক্তির মেয়াদ শেষ হবে। তবে কি নিউজিল্যান্ড সিরিজে হেড কোচ ছাড়াই চলবেন টাইগাররা?

এখন পর্যন্ত পাকা কথা না জানা গেলেও রাসেল ডমিঙ্গোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হবে বলে বিসিবির একটি সূত্র জানিয়েছে।

এ বিষয়ে জানা গেছে, নতুন কোচ নিয়োগের ব্যাপারে একেবারেই ভাবছে না বিসিবি। ডমিঙ্গোই থাকছেন। বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর কাজেও বেশ খুশি বিসিবি। তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ছে। দুপক্ষের আলোচনা শেষপর্যায়ে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

২০১৯ সালে ডমিঙ্গো দায়িত্ব নেওয়ার পর ১০টি টেস্ট খেলে সাতটিতেই হেরেছে বাংলাদেশ।

সাদা পোশাকে ডমিঙ্গো খুব বেশি সফলতা নেই। তবে তার অধীনে সীমিত ওভারের ফরম্যাটে বেশ ভালো করছে বাংলাদেশ দল। ১৫ ওয়ানডের মধ্যে ১১টিতেই জয় টাইগারদের। ২২ টি-টোয়েন্টিতে জয় পেয়েছে ১২ ম্যাচে।

ডমিঙ্গোর অধীনে বাংলাদেশ দলের বেশ কয়েকটি উল্লেখযোগ্য অর্জন রয়েছে। এদের মধ্যে ভারতের মাটিতে তাদের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি ম্যাচ জয় অন্যতম।